ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

আতঙ্ক নয়, চাই সচেতনতা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, আগস্ট ২৪, ২০১৬
আতঙ্ক নয়, চাই সচেতনতা

অফিসে কাজের মধ্যে হঠাৎ সবকিছু কেঁপে উঠলো। কিছুক্ষণের মধ্যেই বুঝতে বাকী রইলো না, ভূমিকম্প হয়েছে।

 

কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই ভূমিকম্প হয়, এজন্য কোনো ব্যবস্থাই আগে থেকে নেওয়া সম্ভব হয় না। আশঙ্কার কথা হচ্ছে, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে, আমাদের যা করতে হবে:

•    ভূমিকম্প হলে প্রথমেই সবাইকে মাথা ঠাণ্ডা রাখতে হবে
•    কম্পন শুরু হলে বালিশ, কম্বল, বই-খাতা, কাঁথা দিয়ে ডেকে রাখতে হবে 
•    কম্পন না থামা পর্যন্ত খাট, ডাইনিং টেবিল, ও রুমের কোণে আশ্রয় নিতে হবে
•    চুলা, বিদ্যুৎ জ্বালানো থাকলে বন্ধ করতে হবে
•    জানালার পার্শ্বে দাঁড়ানো একদমই যাবে না 
•    উঁচু ভবনে থাকলে লিফট ব্যবহার করা যাবে না 
•    আর আপনি যদি যানবাহনে চলাচল করছেন, এমন অবস্থায় ভূমিকম্প শুরু হয়। তখন আপনাকে রাস্তার পাশে খোলা জায়গায় গাড়ির ইঞ্জিন বন্ধ করে অবস্থান করতে হবে।
•    ভূমিকম্পের সময় টর্চলাইট হাতে রাখা প্রয়োজন 
•    ভাঙা দেয়ালে চাপা পড়লে, কোনো রকম নড়াচড়া কনা যাবে না এবং শ্বাসনালীতে যাতে ধুলাবালি ঢুকতে না পারে সেজন্য যথা সম্ভব নাক-মুখ হাত দিয়ে ডেকে রাখতে হবে। সে ক্ষেত্রে উদ্ধার কর্মীদের খবর দেয়ার চেষ্টা করতে হবে।  

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, বাংলাদেশে রিখটার স্কেল ৬.৯ মাত্রায় ভূমিকম্প হলে শুধুমাত্র রাজধানী ঢাকায়ই বাহাত্তর হাজার ভবন ধসে পড়বে সেই সাথে লাখ লাখ মানুষ মৃত্যু বরণ করবে। বহুতল ভবন নির্মাণ করার আগে আমাদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে:
    
বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মেনে চলতে হবে 
    ভবনের উচ্চতা ও ওজন অনুযায়ী শক্ত ভীত দিতে হবে 
    অবকাঠামোগুলোতে রেইনফোর্সড কংক্রিট ব্যবহার করতে হবে 
    গ্যাস ও বৈদ্যুতিক লাইন নিরাপদ ভাবে তৈরি করতে হবে 
    জলাশয় ভরাট করেই বাড়ি বা স্থাপনা নির্মাণ করা যাবে না।  
    প্রতিটি তলা একই রকম রাখতে হবে।  
    বাড়ি নির্মাণের সময় গ.ঝ. রড এবং জ.ঈ.ঈ কলাম ব্যবহার করতে হবে।  

ভূমিকম্পের মতো প্রকৃতিক দুর্যোগে আতঙ্কিত না হয়ে মাথা ঠাণ্ডা রেখে নিরাপদ থাকার চেষ্টা করি।   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।