ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

১৬ মাস বয়সী বোনকে হত্যার দায়ে ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
১৬ মাস বয়সী বোনকে হত্যার দায়ে ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

জামালপুর: জামালপুরে ১৬ মাস বয়সী ছোট বোনকে হত্যার দায়ে বড় ভাই ইন্দ্রজিৎ ঘোষকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন জামালপুর দায়রা জজ আদালত।

রোববার (২১ আগস্ট) দুপুরে জামালপুর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ইন্দ্রজিৎ ঘোষ সরিষাবাড়ী উপজেলার পৌর শহরের শিমলা গোপনাথ এলাকার পরিতোষ ঘোষের ছেলে।

মামলা সূত্রে জানাযায়, ২০১৭ সালের জানুয়ারি মাসে রাত ১০টার দিকে মা শিল্প রানী ঘোষ, বোন তন্নি ঘোষ ও মৃত প্রাপ্তি ঘোষ ঘুমাতে যায়। রাত ২টার দিকে ইন্দ্রজিৎ ঘোষ বাবা ও মাকে ডেকে ছোটবোন প্রাপ্তিকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সন্দেহ হলে বড় ভাই ইন্দ্রজিৎকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন ইন্দ্রজিৎ ।

জিজ্ঞাসাবাদে ইন্দ্রজিৎ জানান, তিনি সু-কৌশলে ছোটবোনকে সরিষাবাড়ী বাস টার্মিনাল সংলগ্ন একটি পুকুরে ফেলে হত্যা করে লাশ গুম করে রাখেন।  পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবি নির্মল কান্তি ভদ্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আসামী পক্ষের আইনজীবি ছিলেন, জয়ন্ত কুমার দেব।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।