ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

টিএইচ খান ছিলেন কিংবদন্তিতুল্য আইনবিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
টিএইচ খান ছিলেন কিংবদন্তিতুল্য আইনবিদ

ঢাকা: সাবেক বিচারপতি টিএইচ খানের (১০২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আইন, আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন যৌথ বিবৃতিতে বলেন, বিচারপতি টিএইচ খান ছিলেন দেশের জ্যেষ্ঠতম আইনজীবী।

বর্ণাঢ্য জীবনে কিংবদন্তিতুল্য আইনবিদ হিসেবে শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনামের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। দীর্ঘ জীবনে আইন অঙ্গনে তিনি যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যতে দেশের আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা পূরণ হওয়ার নয়।

নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, রোববার বিকেল ৫টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি টিএইচ খান।

সোমবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঔটি গ্রামে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন: সাবেক বিচারপতি টিএইচ খান আর নেই

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
কেআই/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।