ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

শেরপুরে নতুন চার বিচারককে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
শেরপুরে নতুন চার বিচারককে সংবর্ধনা

শেরপুর: শেরপুর বিচার বিভাগে সদ্য যোগদান করা চার বিচারককে সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

নতুন যোগ দেওয়া বিচারকরা হলেন-যুগ্ম জেলা ও দায়রা জজ ইসমেত জিহান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) গোলাম মাহবুব খান, সহকারী জজ (শিক্ষানবীশ) তনয় সাহা ও জাহিদা ইয়াসমিন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীর ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।