ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

৫০টি গাছ লাগানোর শর্তে এক আসামির জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
৫০টি গাছ লাগানোর শর্তে এক আসামির জামিন ফাইল ছবি

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে বনবিভাগের গাছ কাটার অভিযোগের মামলায় এক আসামিকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে বনের যে স্থান থেকে গাছ কেটেছেন সেই স্থানে ৫০টি গাছ লাগাতে হবে ওই আসামিকে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মোতালেব।

পরে আইনজীবী আব্দুল মোতালেব জানান, বনবিভাগের গাছ কাটার অভিযোগে ২৫ মে গাজীপুরের কালিয়াকৈর থানায় মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় তিনি হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে যে স্থান থেকে গাছ কেটেছেন সেই স্থানে ৫০টি গাছ লাগানোর শর্তে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, বনবিভাগের গাছ কাটার এসব মামলায় একই শর্তে সম্প্রতি আরও কয়েকজন আসামি জামিন পেয়েছেন।

বাংলাদেশ সময়:২১০৪ ঘণ্টা, অক্টোবর ২৮,২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।