ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

বাসেত মজুমদারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক  

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
বাসেত মজুমদারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক   বাসেত মজুমদারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক  

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।  

এক শোক বার্তায় মন্ত্রী বলেন, মরহুম আবদুল বাসেত মজুমদার ছিলেন একজন সৎ, নির্ভীক ও অভিজ্ঞ আইনজীবী।

তিনি দরিদ্র ও অসহায় মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থেকেছেন। আদালতে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এজন্য তিনি 'গরীবের আইনজীবী' নামে খ্যাত। আইনের শাসন ও মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান ভুলবার নয়। তার মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনে এক বিরাট শূন্যতা তৈরি হলো।

মন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আবদুল বাসেত মজুমদার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

বুধবার (২৭ অক্টোবর) সকাল সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন>

জ্যেষ্ঠ আইনজীবী বাসেত মজুমদার আর নেই

বাসেত মজুমদারের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

আইনজীবী বাসেত মজুমদারের জীবন ও কর্ম

বাসেত মজুমদারের সম্মানে বুধবার সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এমআইএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।