ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে খুন: ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, আগস্ট ২০, ২০২০
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে খুন: ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

ঢাকা: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারধরে তিন কিশোর নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারের পক্ষে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণোলয়ের সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক, যশোরের পুলিশ সুপার ও জেলা প্রশাসক, যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে সহকারী পরিচালক ও প্রবেশন কর্মকর্তাকে এ নোটিশ পাঠান।

২৪ আগস্টের মধ্যে এ ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। অন্যথায় আইনের দ্বারস্থ হওয়ার কথা বলা হয়েছে নোটিশে।

নিহত কিশোর পারভেজ হাসানের (১৬) বাবা রোকা মিয়া, নাইম হাসান ওরফে আবু নাইমের (১১) বাবা মো. নান্নু এবং মো. রাসেল ওরফে সুজনের (১৭) বড় ভাই সাইফুল ইসলাম নান্টুর পক্ষে এ নোটিশ পাঠানো হয়।

পরে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, তাদের সাংবিধানিক দায়িত্ব ছিলো শিশু/কিশোরদের রক্ষা করা। তারা তা না করে হত্যা করেছেন।

গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর ‘বন্দিদের’ অমানুসিক মারধর করা হলে তিন কিশোর নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় ১৪ আগস্ট রাতে নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা রোকা মিয়া যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষকে আসামি করা হয়। পুলিশ এ মামলায় কেন্দ্রের সহকারী পরিচালকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে।

১৪ আগস্ট তাদের আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে যশোরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান কেন্দ্রের তত্ত্ববধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্যা আল মাসুদ, সহকারী তত্ত্ববধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলমকে পাঁচদিনের ও সাইকো সোস্যাল কাউন্সিলর মো. মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুককে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।