ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

মেননের সংসদ সদস্য পদ নিয়ে করা রিট খারিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৬, জানুয়ারি ৭, ২০২০
মেননের সংসদ সদস্য পদ নিয়ে করা রিট খারিজ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে নির্বাচিত ঘোষণার গেজেটের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (০৭ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রিট আবেদনকারীর দাবি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্য গত ১৯ অক্টোবর এক অনুষ্ঠানে বলেছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। যেহেতু নির্বাচন হয়নি বলেছেন, তাই আবার নির্বাচন হতে হবে।

তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার কথা বলেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
ইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।