ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

হাইকোর্টে আইনজীবী হতে এবার এমসিকিউ পরীক্ষা-বার কাউন্সিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
হাইকোর্টে আইনজীবী হতে এবার এমসিকিউ পরীক্ষা-বার কাউন্সিল

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পরীক্ষায় এমসিকিউ (MCQ) যুক্ত করা হয়েছে। একইসঙ্গে হাইকোর্টে প্র্যাকটিসের অনুমতির জন্য এমসিকিউ পরীক্ষার ফরম পূরণের তারিখও ঘোষণা করা হয়েছে।

বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব আফজাল-উর রহমানের সই করা ২৯ ডিসেম্বর দেওয়া এক নোটিশে এ কথা জানানো হয়।  

এর আগে হাইকোর্টের আইনজীবী হতে কেবল লিখিত ও মৌখিক পরীক্ষার নিয়ম ছিল।

বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী হাইকোর্ট পারমিশন পরীক্ষায় এমসিকিউ (MCQ) যুক্ত করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ১ ঘণ্টা। হাইকোর্টে প্র্যাকটিসের অনুমতির জন্য এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ ২০২০ সালের ১ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
ইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।