ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

ফতুল্লায় হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, আগস্ট ১৮, ২০১৯
ফতুল্লায় হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে

নারায়ণগঞ্জ: নারায়গঞ্জের ফতুল্লায় জুম্মন হত্যা মামলার ২ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আসামি দুইজন হলেন, ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার আফজাল খানের ছেলে সুমন খান (৩০) ও একই এলাকার নাসির হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩৫)।

 

নিহত জুম্মান কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া রঘুনাথপুর এলাকার কাইয়ুমের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক ও চুরিসহ অন্তত ৫টি মামলা ছিল বলে জানিয়েছিল পুলিশ।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই জানান, শনিবার (১০ আগস্ট) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পূর্ব দেলপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে হত্যা করা হয় সাদেকুর রহমান জুম্মনকে। রোববার (১১ আগস্ট) আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে ১৮ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করে আদালত। শুনানি শেষে আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।