ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

কচুয়ায় ছয় জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, অক্টোবর ২৯, ২০১৭
কচুয়ায় ছয় জুয়াড়ির কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে জুয়া খেলার অপরাধে ছয় জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুমন দে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন কচুয়া উপজেলার রাজারামপুর গ্রামের আসমত আলীর ছেলে মিজান (৩৫), হাতিরবন্দ গ্রামের আব্দুল কাদেরের ছেলে নবীর হোসেন (২৫) ও হাফিজ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), কান্দিরপাড় গ্রামের মালি মাউদের ছেলে মানিক (৪০), সাচার বড় বাড়ির ছিদ্দিকুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩৫) এবং সাচার দিঘির পাড়ের মনু মিয়ার ছেলে আব্দুল (৩২)।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার সাচার উত্তর বাজারের জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ