ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

মোবাইলে ভারতীয় গানে নিষেধাজ্ঞার রিটের পক্ষ ‘হাঙ্গামা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৭, আগস্ট ২, ২০১৭
মোবাইলে ভারতীয় গানে নিষেধাজ্ঞার রিটের পক্ষ ‘হাঙ্গামা’

ঢাকা: মোবাইল ফোনে রিংটোন, ওয়েলকাম টিউন ও সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে ভারতীয় হিন্দি-বাংলা ও উপমহাদেশের যেকোনো দেশের সিনেমার গান ব্যবহারে নিষেধাজ্ঞার রিটে পক্ষভূক্ত হয়েছে মোবাইল ফোন ভিত্তিক ভারতীয় কনটেন্ট নির্মাতা প্রতিষ্ঠান হাঙ্গামা (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড।

বুধবার (০২ আগস্ট) হাঙ্গামার আবেদন মঞ্জুর করেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে হাঙ্গামার পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজীব উল আলম।

মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী।

ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী জানান, মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে এক রিট আবেদনের  প্রাথমিক শুনানি নিয়ে ২০১৫ সালের ০৯ জুলাই হাইকোর্ট নিষেধাজ্ঞাসহ রুল জারি করেন।

রুলে ওইসব গানের ব্যবহারকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চান হাইকোর্ট।

রুলের বিবাদীরা হচ্ছেন- সংস্কৃতি সচিব, আইন, স্বরাষ্ট্র ও তথ্য সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান এবং ছয়টি মোবাইল অপারেটর।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।