ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

বধির সংস্থায় প্রশাসকের দায়িত্ব গ্রহণ হাইকোর্টে স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, জুলাই ৩১, ২০১৭
বধির সংস্থায় প্রশাসকের দায়িত্ব গ্রহণ হাইকোর্টে স্থগিত

ঢাকা: জাতীয় বধির সংস্থার চেয়ারম্যান পদে প্রশাসক নিয়োগ সংক্রান্ত সমাজসেবা অধিদফতরের জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (৩১ জুলাই) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

একইসঙ্গে ওই প্রজ্ঞাপনে সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনে স্থগিত রাখার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই আদেশও স্থগিত করেছেন বলে জানিয়েছেন আবেদনের পক্ষের আইনজীবী তৈমুর আলম খন্দকার।

তিনি বলেন, এসব আদেশ ছাড়াও আদালত রুল জারি করেছেন। রুলে প্রশাসক নিয়োগের বিষয়ে সমাজসেবা অধিদফতরের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সমাজকল্যাণ সচিব, সমাজ সেবা অধিদফতরের অতিরিক্ত সচিবসহ সাতজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার শুনানি করেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার।

তৈমুর আলম খন্দকার আরও বলেন, রাজনৈতিক কারণে বধির সংস্থার চেয়ারম্যান পদ থেকে আমাকে অপসারণের লক্ষ্যে সমাজসেবা অধিদফতর থেকে ৫ জুলাই ওই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। হাইকোর্টের এই আদেশের ফলে সংস্থাটির চেয়ারম্যান হিসেবে আমার এখন আর দায়িত্ব পালনে বাধা রইল না।

নির্বাচনের মাধ্যমে চলতি বছরের ৫ মে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জাতীয় বধির সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে গত ৫ জুলাই সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত সচিব খায়রুল আলম এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরাসরি সংস্থাটির প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়:১৭৫০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।