ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

চসিকের বর্ধিত হোল্ডিং ট্যাক্স হাইকোর্টে স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৮, মার্চ ২১, ২০১৭
চসিকের বর্ধিত হোল্ডিং ট্যাক্স হাইকোর্টে স্থগিত

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায়ের ওপর ছয়মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২১ মার্চ) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ স্থগিতাদেশ দেন।

রুলে আইন বহির্ভূতভাবে বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রধান রাজস্ব কর্মকর্তাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

তিনি বলেন, সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের আয়কর বৃদ্ধির ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতে। এছাড়া ১৯৮৬ সালের আয়কর বিধিমালা অনুসারে সর্বোচ্চ ০৭ শতাংশ নেওয়ার কথা থাকলেও গত বছরের অক্টোবর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন শতকরা ১৭ শতাংশ আদায় করছেন। এটি কোন আইনে নেওয়া হচ্ছে সেটা প্রশ্নবিদ্ধ।

এসব বিষয় সামনে এনে সোমবার (২০ মার্চ) চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনসহ চারজন হাইকোর্টে রিটটি করেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
ইএস/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ