ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

খাবার স্যালাইন-পানি বিতরণ আইনজীবী ফোরামের

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
খাবার স্যালাইন-পানি বিতরণ আইনজীবী ফোরামের

ঢাকা: শ্রমজীবীদের মাঝে ‘খাবার স্যালাইন ও পানি বিতরণ’ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট মাজার গেটের বাইরে রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।



কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করার জন্য সরকারের কোনো নীতিমালা তথা পরিকল্পনা নেই। উপরন্তু উন্নয়নের নামে সারা দেশের সর্বত্র গ্রাম থেকে শহর পর্যন্ত বৃক্ষ নিধনের উৎসব করছেন ক্ষমতাসীনরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সারা দেশের ৬৪টি জেলা আইনজীবী সমিতিতে খাবার স্যালাইন ও পানি বিতরণ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।