ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

বিড়াল ও ইঁদুর ছানা

এস এম মুকুল  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, নভেম্বর ১৭, ২০২১
বিড়াল ও ইঁদুর ছানা

একটা ঘরে একটা বিড়াল
একটা ইঁদুর মিলে
ঘরের সকল খাবারগুলো
খাচ্ছিলো বেশ গিলে।

বিড়াল বেটা এটা-ওটা
সামনে যা-ই পায়
ইঁদুর ও তার ছানা নিয়ে
ভাগ করে সব খায়।


ইঁদুর ছানা তাধিন ধিনা
তিড়িং বিড়িং নাচে
এমনি তারা ভালোই আছে
বিড়াল নানার কাছে।

ইঁদুর ভাবে বিড়াল আবার
খাবে কী তার ছানা
এমন মধুর বাঁধন তাদের
ভাবতেও তা  মানা!

বিড়াল ভাবছে ছানাগুলো
হৃষ্টপুষ্ট হলে
পাশের বাড়ির হুলোকে নিয়ে
খাবে ওদের গিলে।

কদিন বাদে বিড়াল এলো
হুলোটাকে নিয়ে
টের পেয়ে তাই ইঁদুরগুলো
ঢুকলো গর্তে গিয়ে।

সেই যে গেল আর আসে না
প্রিয় ইঁদুর ছানা
তাদের আশায় রইলো বসে
হুলো বিড়াল নানা।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।