ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দা‌মে আসে জল | সাহাদাত সাঈদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪১, অক্টোবর ৪, ২০১৯
দা‌মে আসে জল | সাহাদাত সাঈদ পেঁয়াজ

ঝাঁজে চোখে জল আসে না
দা‌মে আসে জল,
‌দাম নি‌য়ে তালবাহানা
কর‌বি কত ছল।

আমজনতার জীবন মারার
পাতছে ওরা কল,
এমনি করে এই জনতা
মারবি কত বল।

সুযোগ পেলে মালের দাম
হুহু করে বাড়াও,
সৎ ব্যবসায়ী হয়ে এবার
মানবতা ছড়াও।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।