ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বদলে গেলো সব | আলেক্স আলীম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, মে ১৭, ২০১৯
বদলে গেলো সব | আলেক্স আলীম স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের মাটি তখনও তো
রক্তে ভেজা লাল
হায়েনাগুলোর হিংস্র থাবায়
ছেঁড়া নায়ের পাল।

পিতা গেছে রাসেল গেছে
সবাই গেছে চলে
স্বাধীনতার স্বাদটা তখন
মিটছে বুঝি ঘোলে!
স্বাধীন দেশে চলছে তখন
পাকিস্তানি ধারা
দেশ খাচ্ছে হাবুডুবু
জাতির পিতা ছাড়া।
আর দেরি নয় শেখের বেটি
আসলো ঘরে ফিরে
দেশ কী পেলো দেশ কী পেলো
এক টুকরো হিরে!
সেই হিরেতে ভীষণ দ্যুতি
বদলে গেলো সব
মুখে মুখে ফিরে এলো
জয় বাংলা রব।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।