ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

আষাঢ়ের পূর্ণিমা | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, জুলাই ২, ২০১৮
আষাঢ়ের পূর্ণিমা | সুমন বিশ্বাস প্রতীকী ছবি

সারাটা দিন রিমঝিম ঝিম
হয়ে গেলো বৃষ্টি,
মেঘমুক্ত রাতের আকাশ
লাগে দারুণ মিষ্টি।

কখনো বা পূর্ব দিকের
কখনো দখিন হাওয়া,
সঙ্গে উদাস মনের
স্বপ্নতরী বাওয়া।
 
আষাঢ় মাসে চাঁদের এ রূপ
দেখিনি তো আগে,
পথের মোড়ে জোছনা স্নান
এতো ভালো লাগে।


 
ইচ্ছে করে জোছনাটুকু
হাতের মুঠোই ভরে
কদম ফুলের মতো সাজাই
সারাটা ঘর জুড়ে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।