ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

আঙুল | বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, আগস্ট ১৫, ২০১৬
আঙুল | বিএম বরকতউল্লাহ্

একাত্তরের সাতই মার্চে আঙুল তুললেন কে?
এক ভাষণে শক্ত আসন কাঁপিয়ে দিলেন কে?
কার আদেশে বীরবাঙালি যুদ্ধে নেমে গেল?
বাঙালিরা বুকে এতো সাহস কোথায় পেল?

কোথায় পেল এই প্রেরণা রক্ত দেবে ঢেলে?
বীরের মতো কোন মায়েরা যুদ্ধে দিল ছেলে?
কোন চেতনায় বীরের বেশে করেছিল ধুম লড়াই?
কোন সে তাপে উনুন থেকে লাফিয়ে পড়ে কড়াই?

কার আদেশে নয়টি মাসে স্বাধীন হলো দেশ?
কোন সে নেতার বজ্রধ্বনি তাড়ায় দুঃখ-ক্লেশ?
কার সে ভাষণ বাংলাদেশে আজও বহমান?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।