সূয্যি মামা দেয় না সাড়া
চাঁদ ডুবেছে কবে
আকাশটারও মুখটা কালো
বৃষ্টি আরও হবে।
বানভাসিতে ডুবছে শহর
নৌকো চলে পথে
একটুখানি দাও বিরতি
দাঁড়াই কোনোমতে।
বৃষ্টি গেলো থেমে
বানের পানি কলকলিয়ে
দ্রুত গেলো নেমে।
এমন কিছু স্বপ্ন এঁকে
সুখ পেয়েছি মনে
বৃষ্টি তুমি পরে এসো
মাটির প্রয়োজনে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এসএমএন/এসএস