বৃষ্টি পড়ে টিনের চালে
বৃষ্টি পড়ে মাঠে;
বৃষ্টি পড়ে নদীর জলে
বৃষ্টি পড়ে ঘাটে।
বৃষ্টি পড়ে বন-বাদাড়ে
বৃষ্টি পড়ে গাড়িতে;
বৃষ্টি পড়ে দূরের গাঁয়ে
বৃষ্টি পড়ে বাড়িতে।
বৃষ্টি পড়ে ঝুম-ঝুমিয়ে
বৃষ্টি পড়ে ধীরে,
বৃষ্টি পড়ে রিম-ঝিমিয়ে
বৃষ্টি পড়ে তীরে।
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
বৃষ্টি পড়ে ভরপুর,
বৃষ্টি পড়ে আষাঢ় মাসে
সকাল-সন্ধ্যা-দুপুর।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এএ