ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

বর্ষার গান | আহমেদ রব্বানী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, জুলাই ১৪, ২০১৫
বর্ষার গান | আহমেদ রব্বানী

বৃষ্টি পড়ে
টাপুর টুপুর
মেঘের ভেলা,
বৃষ্টি পড়ে
সকাল দুপুর
সারাবেলা।

মেঘ ভেসে যায়
মাতাল হাওয়ায়
দূরের দেশে,
পাখির ছানা
ডানা ঝাপটায়
দারুণ ক্লেশে।



শস্যগুলো
ডুবছে জলে
বৃষ্টির ভাঁজে,
কৃষকেরা
এদিক সেদিক
ছুটছে কাজে।

দুষ্টু ছেলে
কাদা জলে
মাখামাখি,
মা জননী
করছে তারে
ডাকাডাকি।

এমন দিনে
যায় কি থাকা
বদ্ধ ঘরে,
আয়রে তোরা
যাই হারিয়ে
অচিনপুরে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।