একটি পাখি মনের দুখে, কান্না করে রোজ
হাত বাড়িয়ে আদর করে, কে নিয়েছে খোঁজ?
এই পাখিটার দুঃখ অনেক, হারিয়ে গেছে ছেলে
তাকিয়ে থাকে সকাল বিকাল, চোখের পানি ফেলে।
এই পাখিটার ঘরবাড়ি নেই, সব নিয়েছে ঝড়ে
সব হারানো এই পাখিটার, মন যে কেমন করে!
ধীরে ধীরে সেই পাখিটার, জাগলো মনে আশা
গড়ে তোলে খড়কুটোতে, ছোট্ট নতুন বাসা।
ল্যাঙ
ডোবার ধারে ঘ্যাঙর ঘ্যাঙর
ডাকছে সোনা ব্যাঙ
দৌড়ে গিয়ে বিড়ালছানা
মারলো জোরে ল্যাঙ।
কুকুর এসে খাবলে ধরে
বিড়ালছানার ঠ্যাঙ
পা ভেঙে বিড়ালছানা
হাঁটে ডেঙর ড্যাঙ।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এএ