ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

পাখির ছড়া | এম এ তিতাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
পাখির ছড়া | এম এ তিতাস

টুনটুনি দরজি পাখি
চড়ুই হলো তাঁতি, 
ময়নামতি গিয়ে মোরা
খেলবো চড়ুইভাতি।

দোয়েল জাতীয় পাখি
ঈগল পাখির রাজা,
কাকের বাসায় ডিম পেড়ে
কোকিল পাবে সাজা!

বুলবুলিতে ধান খেয়েছে
চিলে নিয়েছে কান,
বউ কথা কও বলছে কথা
ভেঙে অভিমান।



কিউই, উট, পেঙ্গুইনে
উড়তে নাহি পারে,
ভিটেয় তোমার চরাব ঘুঘু
ঠকাও যদি মোরে।

পেখম তুলে নাচছে ময়ূর
দেখছে ডাহুক শ্যামা,
তোঁতা মিয়া বানাবে এবার
টিয়া রঙের জামা।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।