ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ইসলাম

হাফেজ তাকরীমকে নাগরপুরে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
হাফেজ তাকরীমকে নাগরপুরে সংবর্ধনা

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ সালেহ আহমাদ তাকরীম।  

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ড. মো. আতাউল গনি এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী তাকরীমের বাবা মো. আবদুর রহমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে তাকরীমের সম্মানে জেলা প্রশাসক ১ লাখ, টাঙ্গাইলের পুলিশের পক্ষে পুলিশ সুপার ১ লাখ ও উপজেলা প্রশাসানের পক্ষে ইউএনও ৫০ হাজার টাকা সম্মাননা দেন।  

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।  

এ সময় বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাফেজ তাকরীম উপজেলার ভাদ্রা গ্রামের মাওলানা আব্দুর রহমানের ছেলে।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ’৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম।  

>> সৌদিতে কোরআনের ১৫ পারা মুখস্থ প্রতিযোগিতায় তৃতীয় তাকরীম
>> হাফেজ তাকরীমকে সংবর্ধনা দেবে সরকার
>> হাফেজ তাকরীমকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত
>> হাফেজ তাকরীমকে বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা
>> তাকরীমকে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।