ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ইসলাম

হজের নিবন্ধন শুরু হয়নি, প্রতারক থেকে সাবধান!

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, ফেব্রুয়ারি ১, ২০২২
হজের নিবন্ধন শুরু হয়নি, প্রতারক থেকে সাবধান!

ঢাকা: হজের নিবন্ধন নিয়ে অসাধু প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের প্রাক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও করোনা পরিস্থিতির কারণে হজের নিবন্ধন এখনো শুরু হয়নি। এ বিষয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

হজের নিবন্ধন নিয়ে এক শ্রেণির প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।  

হজে যাওয়ার জন্য প্রাক-নিবন্ধন এবং প্রাক-নিবন্ধিতদের নিবন্ধন করতে হয়। সরকারি-বেসরকারি কোটা সাপেক্ষে নিবন্ধিতরা হজে অংশ নিয়ে থাকেন। সৌদি সরকারের ডিজিটাল হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই নিবন্ধন করতে হয়।

করোনার কারণে দুই মৌসুম হজে যেতে পারেননি সৌদিতে থাকা নাগরিক ছাড়া অন্যরা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এমআইএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।