ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ইসলাম

মুসল্লিদের জুতা পরিপাটি করে প্রশান্তি পান আঙ্কেল স্টিভেন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
মুসল্লিদের জুতা পরিপাটি করে প্রশান্তি পান আঙ্কেল স্টিভেন

একজন মধ্য বয়সী লোক। আঙ্কেল স্টিভেন নামে পরিচিত। অসাধারণ মানুষটিকে পাওয়া গেছে সিঙ্গাপুরের এক মসজিদের সম্মুখে। জানা গেছে, অমুসলিম হয়েও এই লোক প্রতি জুমায় এই মসজিদে চলে আসেন। জুমা পড়তে আসা মুসল্লিদের জুতা সাজিয়ে রাখেন। আর এতে তিনি প্রশান্তি লাভ করেন।

সিঙ্গাপুরের আল-মাওয়াদ্দাহ মসজিদের সামনে প্রতি সপ্তাহে জুমার সময় এই ব্যক্তির দেখা মেলে। ইরফান মুস্তাফা নামের এক স্কুলশিক্ষকের ফেসবুক পোস্টের মাধ্যমে তার এমন সুন্দর ও অভিনব কাজের কথা প্রকাশ পেয়েছে।

ইরফান মুস্তাফাকে তিনি জানিয়েছেন, ভিন্ন ধর্মালম্বী হয়েও স্টিভেন প্রত্যেক জুমার সময়েই মসজিদে আসার চেষ্টা করেন। প্রচণ্ড রোদ ও উত্তপ্ত গরমের মধ্যেও তিনি মুসল্লিদের জুতা সাজানোর কাজ করেন। সারি সারি করে জুতাগুলো সাজিয়ে রাখেন।  

স্টিভেন বলেন, মসজিদের বাইরে মুসল্লিদের জুতাগুলো সাজিয়ে রাখলে সুন্দর দেখায়। সারি সারি করে পরিপাটি করে রাখলে মুসল্লিদের সুবিধা হয়। আর আমি যেহেতু মসজিদের খুব কাছেই থাকি তাই প্রতি শুক্রবার এখানে আসার চেষ্টা করি।  

কাজটি আমি অজানা কারণে করি। তবে সারি সারি সাজানো-গোছানো জুতাগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর মসজিদে এসে একাজ করে আমি মনে প্রশান্তি অনুভব করি।

স্কুলশিক্ষকে মুস্তাফা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আঙ্কেল স্টিভেনের কাজ আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। তার কাজ দেখে আমি তার প্রশংসা না করে পারছি না। আসলে বৈচিত্র্যের কোনো সীমানা মানে না; আঙ্কেল স্টিভেন তারই প্রমাণ।

ছোট ছোট কাজগুলোও অনেক গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত যে, ছোট কাজের মাধ্যমেও আমরা কোনো কিছুর মর্ম উপলব্ধি করতে পারি। আঙ্কেল স্টিভেনকে আমরা অনুকরণ করতে পারি।

ইসলাম বিভাগে আপনিও লেখা-প্রশ্ন পাঠাতে পারেন। জীবনঘনিষ্ঠ প্রশ্ন ও বিষয়ভিত্তিক লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।