ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ক্রিমিয়ার বিমানবন্দরে নামাজের কক্ষ বরাদ্দ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
ক্রিমিয়ার বিমানবন্দরে নামাজের কক্ষ বরাদ্দ ক্রিমিয়ার বিমানবন্দরে নামাজের কক্ষ বরাদ্দ

ক্রিমিয়ায় রাজধানীতে অবস্থিত সিমফারোপোল আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলমানদের নামাজ আদায়ের জন্য একটি কক্ষ বরাদ্দ দিয়ে তা নামাজের উপযোগী করে সাজানো হয়েছে। এর ফলে এখন থেকে আর বিমানবন্দরে নামাজ নিয়ে মুসলিম যাত্রীদের বিড়ম্বনা পোহাতে হবে না।

ইউরোপিয়ান দেশ ইউক্রেনের একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র ও উপদ্বীপের নাম ক্রিমিয়া। আয়তন ২৬ হাজার ১০০ বর্গকিলোমিটার।

জনসংখ্যা প্রায় ২০ লাখ।

২০১৪ সালের মার্চ মাসে ক্রিমিয়া নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং রুশ ফেডারেশনে যোগ দেয়। ক্রিমিয়ার ২৫ লাখ জনগোষ্ঠীর মধ্যে ২০ শতাংশ মুসলমান।  

ক্রিমিয়ায় দু’টো বিমানবন্দর রয়েছে। সেভাস্তোপোল বিমানবন্দর ও সিমফারোপোল আন্তর্জাতিক বিমানবন্দর।

সিমফারোপোল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী মুসলিম যাত্রীদের সুবিধার জন্য নামাজখানা উদ্বোধন করা হয়েছে। এভাবে নামাজের ব্যবস্থা করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রিমিয়ার মুসলিম নেতারা।  

ক্রিমিয়ার গ্র্যান্ড মুফতি আমীর আলী আবলায়েভ অন ইসলামকে বলেন, আমাদের দাবীর প্রেক্ষিতে রাশিয়ান ফেডারেশনের নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ার সিমফারোপোল এয়ারপোর্টে মুসলিম যাত্রীদের জন্য নামাজখানা উদ্বোধন করেছে। আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি।  

বিমানবন্দরের এই নামাজখানায় বেশ কয়েকটি জায়নামাজ, তসবিহ এবং পবিত্র কোরআন রাখা হয়েছে।  

নামাজখানার পাশে খ্রিস্টান যাত্রীদের প্রাথর্নার জন্যও রয়েছে বিশেষ প্রার্থনা কক্ষ।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮ 
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।