ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইসলাম

মিনিসোটার প্রথম মুসলিম নারী মেয়রপ্রার্থীকে হত্যার হুমকি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
মিনিসোটার প্রথম মুসলিম নারী মেয়রপ্রার্থীকে হত্যার হুমকি মিনিসোটার প্রথম মুসলিম নারী মেয়রপ্রার্থীকে হত্যার হুমকি

আমেরিকার মিনিসোটা অঙ্গরাজ্যের রোচেস্টারে প্রথম মুসলিম মেয়রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজিনা মোস্তফা (Regina Mustafa)। তাকে অনলাইনে হত্যার হুমকি দিয়েছে ইসলামবিদ্বেষীরা।

হত্যার হুমকির কথা জানিয়ে পুলিশের কাছে অভিযোগও করেছেন রেজিনা।

তিনি বলেন, একজন মুসলিম নারী হওয়ায় ইসলামভীতি থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

 

মিনিয়াপোলিস (Minnesota) শহর থেকে শ’খানেক মাইল দক্ষিণ-পূর্বে রোচেস্টারের (Rochester) মেয়রপ্রার্থী রেজিনা।

নির্বাচনে জয়ী হলে কেবল মুসলিম হিসেবেই নয়, তিনি হবেন শহরটির প্রথম নারী মেয়র।  

নিজের প্রার্থিতা ঘোষণার পর তিনি বলেন, মিলিশিয়া মুভমেন্ট নামের কেউ একজন তার ওয়েবসাইটে লিখেছেন- আমেরিকার সব মুসলমানকে হত্যা করো।  

রেজিনা বলেন, আমার জানার উপায় নেই, যিনি আমাকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি আমার কাছাকাছি বসবাস করেন, নাকি দেশের বাইরে। কাজেই এ হুমকি গুরুত্বের সঙ্গে না নিয়ে উপায় নেই।  

তার মতে, মার্কিন মুসলমানদের জন্য এটি একটি সাধারণ হুমকি। অহরহ এমন হুমকির ঘটনা ঘটছে। কিন্তু যখন এক ব্যক্তি সময় নিয়ে ইন্টারনেটে আমাকে খুঁজে বের করে হুমকি দিয়েছেন, তখন সেটি সুনির্দিষ্ট হুমকি হিসেবে নিতে হয়।  

রেজিনা বলেন, গত গ্রীষ্মে রোচেস্টার পিস প্লাজায় আমি বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যের ছবিসংবলিত একটি পোস্ট দিয়েছি গুগল প্লাসে। সেই পোস্টের নিচে আমাকে হত্যার হুমকি দিয়ে মন্তব্য লেখা হয়েছে।  

রোচেস্টারে প্রায় এক লাখ ১৪ হাজার মানুষ বসবাস করেন। এর মধ্যে মুসলমানের সংখ্যা ১২ হাজার। এর বেশিরভাগই সোমালি বংশোদ্ভূত।  

-ইন্ডিপেন্ডেন্ট অবলম্বনে

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।