ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ইসলাম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু

গাজীপুর: টঙ্গীর তুরাগ পাড়ে তাবলিগ জামাত আয়োজিত ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ বাদ ফজর শুরু হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ ধাপ। ইতোমধ্যে দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন।

ইজতেমার মুরুব্বী প্রকৌশলী মন্তাজ বাংলানিউজকে জানান, ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ ধাপ বাদ ফজর আম বয়ানে শুরু হয়েছে। বাংলাদেশের মাওলানা ফারুক বাদ ফজর আম বয়ান করেন। শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ জোহর বয়ান করবেন মাওলানা শেখ আহমদ মাসুদ ও বাদ আছর বয়ান করবেন মাওলানা ইউনুছ পালনপুরি। এছাড়া শুক্রবার জুমার নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের মাওলানা মোহাম্মদ যোবায়ের।

ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, শুক্রবার (১২ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হয়ে আখেরি মোনাজাতের মাধ্যেমে ১৪ জানুয়ারি শেষ হয়। চারদিন পর আবার শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হয়েছে দ্বিতীয় ধাপ। একইভাবে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে রোববার (২১ জানুয়ারি) ৫৩তম বিশ্ব ইজতেমা শেষ হবে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad