ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

ইসলাম

দুবাই কোরআন প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশের খুদে হাফেজ মামুন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
দুবাই কোরআন প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশের খুদে হাফেজ মামুন হাফেজ আবদুল্লাহ আল মামুন

আগামী রমজান মাসে দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছে ১৩ বছরের খুদে হাফেজ আবদুল্লাহ আল মামুন।

রোববার (৬ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে সে এই কৃতিত্ব অর্জন করল।



এর আগে মামুন ২০২৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল।

আবদুল্লাহ আল মামুন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের মোঃ আবুল বাশারের ছেলে।

সে যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ আলহাজ হাফেজ ক্বারি নাজমুল হাসান কর্তৃক পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

উল্লেখ্য, ২০১৫ সালে দুবাইয়ের ১৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৮০টি দেশের প্রতিযোগীকে হারিয়ে ৩য় ও সুর ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেছিল এই মাদ্রাসার ছাত্র হাফেজ জাকারিয়া। সে আগামী মাসে কুয়েতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেবে।

** কুয়েতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জাকারিয়া
** মিসরের কোরআন প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশের হাফেজ সোলায়‌মান
** বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ



বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।