ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ইসলাম

বাংলাদেশে মসজিদের সংখ্যা আড়াই লাখের বেশি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বাংলাদেশে মসজিদের সংখ্যা আড়াই লাখের বেশি

মুসলিম সমাজ আবর্তিত হয় মসজিদকে কেন্দ্র করে। ফলে বিশ্বের যেখানে রয়েছে মুসলমানের বাস সেখানেই গড়ে উঠেছে মসজিদ।



এক পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বে মোট মসজিদের সংখ্যা ২৫ লাখের বেশি।

সবচেয়ে বেশি সংখ্যক মসজিদ রয়েছে প্রতিবেশী দেশ ভারতে। সেখানে মসজিদের সংখ্যা প্রায় তিন লাখ।

বাংলাদেশে মসজিদের সংখ্যা আড়াই লাখের বেশি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জাতীয় সংসদকে জানান জানান, ২০০৮ সালে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী সারাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ১৭৬টি।

শুধু ঢাকা শহরেই রয়েছে ২ হাজার ৭৭৭টি মসজিদ।

বেগম মাহজাবিন মোরশেদের (মহিলা আসন-৪৫) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।



বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad