ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ১৬২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ১৬২ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্পে অন্তত ১৬২ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় কয়েকশ লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের উপাত্ত অনুযায়ী, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি পশ্চিম জাভার সিয়ানজুর শহরে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে।

অনেক লোকজনকে হাসপাতালে নেওয়া হয়। অনেককে বাইরেই চিকিৎসা দেওয়া হয়।

যারা ভবনের ভাঙা অংশে আটকা পড়েছেন, তাদের উদ্ধারে উদ্ধারকারীরা রাতেও কাজ করছিলেন।  

যে অঞ্চলটিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে, সেটি ঘনবসতিপূর্ণ। সেখানে ভূমিধসের প্রবণতা রয়েছে। ঘরবাড়িগুলো দুর্বলভাবে তৈরি।  

এর আগে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) বলেছিল, প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে কমপক্ষে ৬২ জনের প্রাণহানি হয়েছে।  

স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কামিল বলেছেন, ৩২৬ জন এই ভূমিকম্পে আহত হয়েছেন। তাদের অধিকাংশেরই হাড়গোড় ভেঙেছে। এখনো অনেকে আটকা রয়েছেন। আহত ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।  

পশ্চিম জাভা গভর্নর বলেন, ১৩ হাজারেরও বেশি লোক এই দুর্যোগে স্থানচ্যুত হয়েছেন। বিএনপিবি বলছে, অন্তত ২২শ ঘরবাড়ি এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

সূত্র: বিবিসি
 
বাংলাদেশ সময়: ০০৫২, নভেম্বর ২২, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।