ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

বিনামূল্যে প্লেনের টিকিটের লোভ দেখাচ্ছে হংকং!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
বিনামূল্যে প্লেনের টিকিটের লোভ দেখাচ্ছে হংকং!

করোনা মাহামারি পরবর্তী সময় পর্যটন শিল্পকে টেনে তুলতে মরিয়া হংকং। দক্ষিণ চীনের পূর্ব পার্ল নদীর ব-দ্বীপে অবস্থিত শহরটি করোনার সময় নিজেদের অর্থনৈতিক অবস্থান থেকে কিছুটা দূরে সরে গিয়েছিল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পর্যটকদের আকৃষ্ট করতে বিনামূল্যে ৫ লাখ প্লেনের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হংকং। এতে ব্যয় হবে দুই বিলিয়ন হংকং ডলার। মার্কিন ডলারের হিসেবে যার মান দাঁড়াচ্ছে প্রায় ২৫৫ মিলিয়ন। ইউরোপীয় মুদ্রামানের হিসেবে এটি প্রায় ২২৫ মিলিয়ন।

মূলত, করোনায় ক্ষতি হওয়া পর্যটন শিল্পকে আগের স্থানে ফিরিয়ে নিতে ভ্রমণ পিপাসুদের এ লোভ দেখাতে চায় অঞ্চলটির কর্তৃপক্ষ। যে কারণে করোনা ভাইরাসের সব রকম নিষেধাজ্ঞা তুলে নিয়েছে হংকং।

চীনা প্রশাসনিক অঞ্চলটির প্রধান এয়ারলাইনসগুলোও তাদের ফ্লাইটের সময়সূচি মহামারির আগের পর্যায়ে নিয়ে যেতে লড়াই করছে। এরই মধ্যে ব্রিটিশ এয়ারলাইন ভার্জিন আটলান্টিক হংকংয়ে তাদের কার্যক্রম বন্ধ করবে বলে জানিয়েছে। বুধবার সংস্থাটি জানায়, ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত সমস্যার কারণে আমরা হংকংয়ে আমাদের কার্যক্রম বন্ধ করতে চলেছি।

হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেং বলেছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন সংস্থাগুলোর সঙ্গে বসে তাদের ব্যবস্থা সম্পর্কে চূড়ান্ত আলোচনা করবে। এরপর সরকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভ্রমণকারীদের জন্য করোনার কারণে দেওয়া নিষেধাজ্ঞা সরিয়ে নেবে। বিনামূল্যে প্লেনের টিকিটের যে বিষয়টি, সেটি আমরা বিজ্ঞাপনের মাধ্যমে পর্যটকদের কাছে নিয়ে যাবো। এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, মহামারি চলার সময় ক্ষতির সম্মুখীন হওয়া হংকংয়ের এয়ারলাইনগুলোকে সমর্থন দিতেই এ সিদ্ধান্ত। আগামী বছর এ অঞ্চলের বিমানবন্দর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ও বহির্গামী ভ্রমণকারীদের মধ্যে টিকিট বিতরণ করবে।

চলতি বছরের প্রথম আট মাসে মাত্র ১ লাখ ৮৪ হাজার পর্যটক হংকং ভ্রমণ করেন। কিন্তু মহামারির আগে চীন শাসিত অঞ্চলটিতে এ সংখ্যার কয়েক গুণ বেশি ভ্রমণকারী গিয়েছিলেন। ২০১৯ সালে হংকং ভ্রমণ করেন প্রায় ৫৬ মিলিয়ন পর্যটক।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।