ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তান নৌবাহিনীর চেষ্টায় রক্ষা পেল ভারতীয় ৯ ক্রুর প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
পাকিস্তান নৌবাহিনীর চেষ্টায় রক্ষা পেল ভারতীয় ৯ ক্রুর প্রাণ

আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর চেষ্টায় রক্ষা পেল ভারতের একটি নৌকার নয় ক্রুর প্রাণ। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

পাকিস্তানের নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ডুবে যাওয়া নৌকাটির নাম জামনা সাগর। তাতে মোট ১০ জন কর্মী ছিলেন। নৌকাটি থেকে তারা ডিসট্রেস কল দেন। সেই কল শোনার পর পাকিস্তান মেরিটাইম ইনফরমেশন সেন্টার পাশে থাকা একটি জাহাজকে প্রয়োজনীয় সাহায্য করতে বলে। তারাই নৌকার নয়জন ভারতীয় কর্মীকে উদ্ধার করে।

ওই জাহাজটি দুবাই যাচ্ছিল। তারা ভারতীয় কর্মীদের উদ্ধার করে আবার দুবাই যাত্রা শুরু করে। যাত্রাপথে তারা ভারতীয় কর্মীদের নামিয়ে দিয়ে যাবে।

এরপর পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ ও দুইটি হেলিকপ্টার সেখানে গিয়ে পৌঁছায়। কারণ, তখনো একজন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা সেই কর্মীর মৃতদেহ সমুদ্রে ভাসতে দেখে। তার দেহ উদ্ধার করা হয় এবং তা পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিকে দেয়া হয়েছে।

এর আগে এই বছরের গোড়ায় পাকিস্তানের নৌবাহিনী ভারতের একটি সাবমেরিনকে ওই অঞ্চলে ট্র্যাক করেছিল। তখন পাকিস্তান অভিযোগ করেছিল, ভারত নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ওই সাবমেরিন পাঠিয়েছিল। নৌবাহিনী সতর্ক থাকায় তারা পাকিস্তানের জলসীমায় ঢুকতে পারেনি বলে পাকিস্তান দাবি করেছিল।

সূত্র: ডন

বাংলাদেশ সময় : ১৪৩১ ঘণ্টা, ১২ আগস্ট, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।