ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, জুন ৩০, ২০২২
উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু  প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় সুশান্ত কুমার সাহা (৪২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুশান্ত কুমার সাহা ওরফে জগাই উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী মহল্লার সুশীল কুমার সাহার ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়িক কাজের জন্য মোটরসাইকেলযোগে সলঙ্গায় যাচ্ছিলেন সুশান্ত। তিনি পূর্ব দেলুয়া এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জ-শাহজাদপুরগামী নিঝুম পরিবহন নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, মহাসড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলের আরোহী ঘটনাস্থলেই নিহত হন। বাসটিকে জব্দ করা হলেও রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময় : ২০৫৩ ঘন্টা,  জুন ৩০, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।