ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মনিপুরে ভূমিধসে নিহত ৮, আহত ১৩ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুন ৩০, ২০২২
মনিপুরে ভূমিধসে নিহত ৮, আহত ১৩  মনিপুরে ভূমিধস

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের ননি জেলায় ভূমিধসে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

নিখোঁজ রয়েছেন ২৩ জন।  বুধবার (২৯ জুন) রাতে প্রবল বর্ষণের কারণে ভূমিধসের ঘটনা ঘটে।  

 স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ননি জেলার যে এলাকায় ভূমিধস হয়েছে, সেটি জেলার প্রত্যন্ত পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকা । সেখানে রেলপথ নির্মাণ কাজ চলছিল ।  

 কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই আঞ্চলিক সেনাবাহিনীর সদস্য। তারা রেলপথ নির্মাণের কাজের সঙ্গে জড়িত ছিলেন।  

এ ভূমিধসের কারণে একটি নদীর প্রবাহও বাধাগ্রস্ত হয়েছে। এটি একটি বাঁধের মতো হয়ে জলাশয় তৈরি করেছে যা সরানো না হলে বন্যা হতে পারে।  

স্থানীয় লোকজনকে ভারী বৃষ্টিপাত থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। ভূমিধসের পর জরুরি বৈঠক করেছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।

সূত্র: এনডিটিভি 

বাংলাদেশ সময়: ২০২৫ ঘন্টা, জুন ৩০, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।