ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তাইওয়ানের আকাশসীমায় চীনের ২৯ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুন ২২, ২০২২
তাইওয়ানের আকাশসীমায় চীনের ২৯ যুদ্ধবিমান চীনা যুদ্ধবিমান

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্ত অঞ্চলে (এডিআইজেড) চীনের ২৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। মঙ্গলবার (২১ জুন) এ অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অনুপ্রবেশকারী যুদ্ধবিমানগুলো বিভিন্ন ধরনের ছিল।  চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে চীনা যুদ্ধবিমান।  চলতি বছরের মধ্যে মঙ্গলবার তাইওয়ানে তৃতীয় সর্বোচ্চ যুদ্ধবিমান পাঠায় চীন। এর আগে গত মাসে তাইওয়ানের আকাশসীমায় চীন ৩০টি যুদ্ধবিমান পাঠায়।  

স্বশাসিত গণতান্ত্রিক তাইওয়ান চীনের অব্যাহত আগ্রাসনের হুমকির মধ্যেই বসবাস করছে। দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড মনে করে বেইজিং। তাইওয়ানকে কোনো এক সময় একীভূত করারও অঙ্গীকার করেছে চীন। বেইজিং এ জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে।   

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ২২, ২০২২
ইআর 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।