ঢাকা, মঙ্গলবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জুন ২০২৪, ০৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

চলন্ত ট্রেনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে উত্তাল পাকিস্তান 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ১, ২০২২
চলন্ত ট্রেনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে উত্তাল পাকিস্তান  প্রতীকী ছবি

পাকিস্তানে চলন্ত ট্রেনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে পাকিস্তানের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলো।

বুধবার (১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

মঙ্গলবার (৩১ মে) পাকিস্তানের রেলওয়ে পুলিশের প্রধান ফয়সাল শাহকার বলেন, ভুক্তভোগী দুই সন্তানের মা (২৫) গত সপ্তাহে ট্রেনে ওঠার পর একজন টিকিট চেকারসহ তিনজন তাকে ধর্ষণ করেন।  

এই ঘটনায় সোমবার (৩০ মে) পুলিশ দুজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানান শাহকার।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুলতান থেকে পাকিস্তানের বৃহত্তম শহর করাচিগামী বাহাউদ্দিন জাকারিয়া এক্সপ্রেসের নিরাপত্তার বিষয়টি একটি বেসরকারি কোম্পানির হাতে ছিল।

এদিকে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন পাকিস্তানের জনগণ ও মানবাধিকার সংগঠনগুলো।  

একজন আন্দোলনকারী জিও নিউজকে বলেন,  এই নিষ্ঠুরতার পেছনে যারা রয়েছে তাদের ফাঁসি দেখতে চাই।  

পাকিস্তানের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত চার বছরে পাকিস্তানে এক হাজার ৪০০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এসবের মাত্র ৩ শতাংশ ঘটনার বিচার হয়েছে।  

পাকিস্তানের পার্লামেন্ট গত বছর একটি নতুন ধর্ষণবিরোধী আইন পাস করা হয়। যেখানে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত অপরাধীদের ‘রাসায়নিকভাবে খোজা’ করে দেওয়ার কথা বলা হয়েছে।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ০১, ২০২২ 
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।