ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর ইউক্রেনে ২৪০ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ২৬, ২০২২
যুদ্ধ শুরুর পর ইউক্রেনে ২৪০ শিশুর মৃত্যু

রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন এলাকায় ২৪০ শিশুর মৃথ্যু হয়েছে। আহত হয়েছে ৪৩৬ শিশু।

বৃহস্পতিবার (২৬ মে) এ তথ্য দিয়েছে ইউক্রেনের মানবাধিকার দপ্তর।

মানবাধিকার দপ্তরের প্রধান লিদমিলা দেনিসোভা বলেছেন, প্রাথমিকভাবে পাওয়া এ তথ্য আরও যাচাই-বাছাই করা হচ্ছে। প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করছেন অনেকে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। তখন থেকে এ পর্যন্ত দেশটির ৬০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মে ২৬, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।