ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মাঙ্কিপক্সের সামাজিক সংক্রমণের কথা নিশ্চিত করল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ২২, ২০২২
মাঙ্কিপক্সের সামাজিক সংক্রমণের কথা নিশ্চিত করল যুক্তরাজ্য

 মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে যুক্তরাজ্যে। আক্রান্তরা কেউই পশ্চিম আফ্রিকা ফেরত নয়।

স্থানীয় সময় রোববার (২২ মে) যুক্তরাজ্যে মাঙ্কিপক্সের সামাজিক সংক্রমণের কথা নিশ্চিত করেছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি(ইউকেএইচএসএ)। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

ইউকেএইচএসএর পক্ষ থেকে বলা হয়, সোমবার রোগী শনাক্তের নতুন তালিকা প্রকাশ করা হবে। গত শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে ২০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল।  
 
ইউকেএইচএসএর প্রধান চিকিৎসাবিষয়ক উপদেষ্টা সুসান হপকিন্স বিবিসিকে বলেন, আমরা এমন রোগী খুঁজে পাচ্ছি যাদের সঙ্গে পশ্চিম আফ্রিকার কোনও যোগাযোগ নেই। আমরা প্রতিনিয়ত এমন রোগী পাচ্ছি।  

 গত ৭ মে যুক্তরাজ্যে নাইজেরিয়া ফেরত এক ব্যক্তির দেহে  মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়।  ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ২২ মে, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।