ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৬৯ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মে ২২, ২০২২
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৬৯ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৬৯ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৭টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ৭১৭ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ৬২ লাখ ৯৯ হাজার ৬৩০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার ৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ৪৫৯ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৯০২ জন।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, মে ২২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।