ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

বুস্টার নিয়েও করোনার কবলে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
বুস্টার নিয়েও করোনার কবলে ওবামা বারাক ওবামা

করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করে একটি টুইট করেছেন।

স্থানীয় সময় রোববার (১৩ মার্চ) তিনি ওই টুইট করেন। খবর: সিএনএন

জানা গেছে, গলা খুসখুস এবং হালকা ঠান্ডা ভাব থাকার কারণে করোনা পরীক্ষা করান ওবামা। পরীক্ষার ফল এলে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। ওবামার করোনা পজিটিভ হওয়ার পর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামারও করোনা পরীক্ষা করানো হয়। তবে তার রিপোর্ট নেগেটিভ আসে।

ওবামা বলেন, আমার গলা খুসখুস করছে দুই দিন ধরে। তবে আমার শরীর ঠিক আছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও মার্কিন নাগরিকদের টিকা নেওয়া জন্য উদ্বুদ্ধ করেন ওবামা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। আমরা দু’জনই বুস্টার ডোজও নিয়েছি। আপনারা যদি ইতোমধ্যে করোনা টিকা না নিয়ে থাকেন তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই টিকা নেওয়া গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের এই টিকা নিতে উৎসাহিত করছি।

তিনি আরও বলেন, দেশে করোনা সংক্রমণ কমে গেলেও আপানারা টিকা নেবেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।