ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি আরবের গোয়েন্দা ড্রোন ভূপাতিত 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
ইয়েমেনে সৌদি আরবের গোয়েন্দা ড্রোন ভূপাতিত  ফাইল ফটো

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।  

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে এ ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানায় পার্স টুডে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ বিষয়ে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলে একটি বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।  

ওই বিবৃতিতে তিনি বলেন, চীনে তৈরি সিএইচ-ফোর টাইপের এই ড্রোন হাজ্জাহ প্রদেশের আকাশে শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছিল। ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি জোটের গোয়েন্দা ড্রোনটি ভূপাতিত করা হয়।

আল-মাসিরা টেলিভিশনে বলা হয়, ইয়েমেনের ওপর নতুন করে ৩৮ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। হাজ্জাহ, মা’রিব, বাইদা ও সানা প্রদেশের বিভিন্ন অবস্থানে এসব হামলা চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।