ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

পেন্টাগনের ভেতরে মুরগি নিয়ে হইচই, অবশেষে আটক!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
পেন্টাগনের ভেতরে মুরগি নিয়ে হইচই, অবশেষে আটক!

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকেছিল একটি মুরগি। এটা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়।

পরে সেই মুরগিকে আটক করা হয়।  

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে মুরগিটি কীভাবে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে প্রবেশ করল, সেটা এখনো জানা যায়নি।  

পেন্টাগনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের মতে, নিরাপত্তা বেষ্টনীর ভেতরে মুরগিটি ঢুকে পড়া অপরাধ ছাড়া আর কিছুই নয়। তাই দ্রুত মুরগিটি আটক করা হয়।  

ওয়েস্টার্ন ভার্জিনিয়ার খামার মালিক জোন্সের কাছে থাকত ওই মুরগিটি। মুরগিটি ‘হেনি পেনি’ নামেই ডাকছেন পেন্টাগনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।  

পরে খবর দেওয়া হয় একটি প্রাণী সংস্থায়। ওই সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গেলে মুরগিটি তাদের হাতে তুলে দেওয়া হয়। পেন্টাগনের মতো নিরাপত্তার চাদরে মোড়া জায়গায় কীভাবে ঢুকে পড়ল মুরগিটি, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।