ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে ঘণ্টায় ৭ বিয়ে বিচ্ছেদ! 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, জানুয়ারি ২৪, ২০২২
সৌদি আরবে ঘণ্টায় ৭ বিয়ে বিচ্ছেদ!  প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রতি ঘণ্টায় অন্তত সাতজনের বিয়ে বিচ্ছেদ হচ্ছে। এখন সেখানে প্রতি ১০টি বিয়ের মধ্যে তিনটি বিচ্ছেদ হয়।

 

সৌদির জাতীয় পরিসংখ্যান দপ্তরের এক প্রতিবেদনের বরাত দিয়ে রোববার (২৩ জানুয়ারি) এ খবর দিয়েছে গালফ নিউজ।  

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের শেষ কয়েক মাসে ৫৭ হাজার ৫০০-এর বেশি বিয়ে বিচ্ছেদের আবেদন জমা পড়েছে, যা ২০১৯ সালের তুলনায় ১২.৭ শতাংশ বেশি।  

গত ১০ বছরে সৌদিতে আশঙ্কাজনকভাবে বিয়ে বিচ্ছেদ বেড়ে গেছে। সেখানে ২০১১ সালে বিয়ে বিচ্ছেদের অন্তত ৩৪ হাজার আবেদন জমা পড়ে। পরের ১০ বছরে যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ