ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

করোনা মহামারির মধ্যেই ভারতের ৫ রাজ্যে নির্বাচনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৪, জানুয়ারি ৮, ২০২২
করোনা মহামারির মধ্যেই ভারতের ৫ রাজ্যে নির্বাচনের ঘোষণা

করোনা মহামারি পরিস্থিতির অবনতি সত্ত্বেও ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।  

এর মধ্যে আগামী ১০ ফেব্রুয়ারি ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে নির্বাচন শুরু হবে এবং ১০ মার্চ ভোট গণনা হবে।

শনিবার (৮ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফা ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৩ মার্চ এবং সপ্তম দফা ৭ মার্চ দফায় ভোট হবে। পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় ১৪ ফেব্রুয়ারি এক দফায় ভোটগ্রহণ হবে। এছাড়াও ২৭ ফেব্রুয়ারি থেকে মনিপুরে তিন ধাপে নির্বাচন শুরু হবে।

ভারতের পাঁচ রাজ্যে যখন ভোটের আবহ চলছে, তখন দেশটিতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১৫ জন।

এ পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৭৬০ জন এবং ৪ লাখ ৮৩ হাজার ১৯৩ জন মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এমএইচএম/আরকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।