ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

২৮ কোটি ৯৬ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
২৮ কোটি ৯৬ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৭টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ২৮৯ জন।

একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৪ লাখ ৫৬ হাজার ৮৬৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৬৯৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে জানা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৫১৯ জন। আর মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ১৬২ জন।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।