ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

সোমালিয়ায় জঙ্গী হামলার ঘটনায় নিহত ১৯

আরজেড/এনএস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১০

Somalia Attackসোমালিয়া: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৃথক হামলার ঘটনায় বেসামরিক লোকসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে।

দেশটির ৫০তম জাতীয় দিবস পালন উপলক্ষে সোমবার আয়োজিত এক সামরিক অনুষ্ঠানে জঙ্গী হামলার পর আফ্রিকান ইউনিয়ন(এইউ) শান্তিরক্ষী বাহিনী ও সরকারের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পাল্টা হামলায় ১৩ জন মারা যায়।

অন্যদিকে মোগাদিসু বিমান বন্দরের কাছের রাস্তায় বোমা বিস্ফোরণে নিহত হয়েছে আরও ৬ জন।

মোগাদিসু অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আলী মুজ বলেন, এটি ছিল একটি এলোপাতাড়ি হামলা। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১৬ জন বেসামরিক লোকের লাশ উদ্ধার করেছে।   এছাড়াও আরও ৫৫ জন এ ঘটনায় আহত হয়েছে যাদের মধ্যে রয়েছে অনেক শিশু। আহত বেশ কয়েকজন শিশু মারাও গেছে।
দুপুরের পরপর প্রেসিডেন্টের বাসভবন ও বিমান বন্দরে দেশটির জাতীয় সেনাবাহিনীর অনুষ্ঠান চলাকালে ইসলামী জঙ্গীরা মর্টার নিক্ষেপ করে। পরে পাল্টা হামলা চালানো হয়।

আফ্রিকান ইউনিয়নের তথ্যানুযায়ী, জঙ্গীদের হামলার জবাব দিতে সরকারের পদাতিক বাহিনীও ভারী সামরিক অস্ত্র ব্যবহার করে।

ঘটনার প্রতক্ষ্যদর্শী হাজী দাহির ইগাল বিমান বন্দরে একটি সামরিক পরিবহণে বোমা বিস্ফোরণ ঘটলে ২জন সেনা ওইসময়েই নিহত হয়েছেন বলে জানান।

উল্লেখ্য, সোমালিয়ায় বেশ কয়েক দশক কোনও কার্যকর সরকার ব্যবস্থা নেই। দেশটির বড় অংশ ইসলামী জঙ্গীদের নিয়ন্ত্রণে।



স্থানীয় সময়-১২৩০ ঘন্টা, ১৩ এপ্রিল ২০১০.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।